প্রেস রিলিজঃ
র্যাব-৯ এর অভিযানে সিলেটের জৈন্তাপুর থেকে ১১৬ বোতল বিদেশী মদসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও চোরাচালানকৃত ৩৫৮০০ রাউন্ড এয়ার গানের গুলি উদ্ধার ।
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এর একটি আভিযানিক দল অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ০২:০০ ঘটিকায় মাদকদ্রব্য উদ্ধারের নিমিত্তে বিশেষ অভিযান পরিচালনা করা কালে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন জৈন্তাপুর বাজার এলাকায় অবস্থান কালে গোপন সূত্রে সংবাদ পায় যে, সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ডিবির হাওর এলাকার অদীর বিশ্বাসের বাড়ির ভিতরে অবৈধ মাদক দ্রব্য রয়েছে। উক্ত সংবাদ পেয়ে আভিযানিক দলটি আনুমানিক রাত ০২:৪০ ঘটিকায় ঘটনাস্থল সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ডিবির হাওর এলাকার অদীর বিশ্বাসের বসত বাড়ির সামনে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০৩ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে ধৃত করা হয়। ধৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরবর্তীতে ধৃত ব্যক্তিদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তাদের হেফাজতে মাদকদ্রব্য বিদেশী মদ রয়েছে। পরবর্তীতে তাদের দেখানো ও স্বীকারোক্তি মোতাবেক তাদের নিজ হাতে বাহির করে দেওয়া মতে ধৃত ব্যক্তিদের শয়ন কক্ষের খাটের নিচে ও শোকেসের ভিতর থেকে প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত মোট ১১৬ বোতল বিদেশী মদ উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ১। শিপুল বিশ্বাস (২৫), ২। বিপুল বিশ্বাস (২৮) ও ৩। টিপলু বিশ্বাস (২৩), সর্ব পিতা- অদীর বিশ্বাস, সাং- ডিবির হাওর, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট ।
৩। এছাড়াও, একই অভিযানে অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ০৩:৩০ ঘটিকায় তাদের বসত বাড়ি হতে ৮৫টি কৌটার ভিতরে মোট ৩৫৮০০ রাউন্ড চোরাচালানকৃত এয়ার গানের গুলি উদ্ধার করা হয়।
৪। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ও এয়ার গানের গুলি জিডি মূলে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।