যুদ্ধবিরতিতে গাজা উপত্যকার উত্তরে ফিরেছেন প্রায় ২ লাখ বাস্তুচ্যুত মানুষ, বিদেশি নিয়ন্ত্রণ প্রত্যাখ্যান হামাসের।
গাজা সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, শুক্রবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর প্রায় ২ লাখ মানুষ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ফিরে গেছেন। ইসরায়েল তাদের সেনা প্রত্যাহার শুরু করার পর এই প্রত্যাবর্তনের ঢল দেখা যায়। দুর্ভিক্ষে বিপর্যস্ত এই ফিলিস্তিনি অঞ্চলে সিভিল ডিফেন্স সংস্থাটি হামাস কর্তৃপক্ষের অধীনে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
অন্যদিকে, হামাস, ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন এক যৌথ বিবৃতিতে গাজার ওপর কোনো বিদেশি “তত্ত্বাবধান” বা “অভিভাবকত্ব” প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, গাজার প্রশাসন ও শাসনব্যবস্থা ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয়। তবে তারা আরব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে গাজার পুনর্গঠনে সহযোগিতা নিতে আগ্রহ প্রকাশ করেছে।



