সৌদি আরবের মরুভূমিতে বিজ্ঞানীরা উট, গেজেলসহ বিভিন্ন প্রাণীর খোদাই করা চিত্র আবিষ্কার করেছেন। ধারণা করা হচ্ছে, প্রায় ১২ হাজার বছর আগে এগুলো তৈরি করা হয়েছিল। খোদাইগুলো অনেক ক্ষেত্রেই ছয় ফুটের বেশি লম্বা।
গবেষকরা জানান, শিলা দিয়ে ধারালো রেখা এঁকে শিল্পীরা এসব তৈরি করেছিলেন। অনেক খোদাই সরু প্রান্তে করা হয়েছিল, যেখানে দাঁড়িয়ে কাজ করাই ছিল কঠিন।
এই আবিষ্কার প্রমাণ করছে যে, মরুভূমিতে মানুষ বসবাস শুরু করেছিল পূর্ব ধারণার চেয়ে প্রায় দুই হাজার বছর আগে। তবে তারা কীভাবে শুষ্ক আবহাওয়ায় টিকে ছিল তা স্পষ্ট নয়।
গবেষণাপত্রটি Nature Communications জার্নালে প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ আবিষ্কার মধ্যপ্রাচ্যের প্রাচীন শিল্প ও মানুষের জীবনযাত্রা সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে।