ফ্রান্সে মুসলিম-বিরোধী কর্মকাণ্ড ও হলোকাস্ট স্মৃতিস্তম্ভ ভাঙচুরের ঘটনায় সার্বিয়া পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিদেশি গোয়েন্দা সংস্থার নির্দেশে ঘৃণা উস্কে দেওয়ার কাজে জড়িত ছিল।
সেপ্টেম্বরে প্যারিস ও আশপাশের নয়টি মসজিদের সামনে শূকরের মাথা পাওয়া যায়, যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। এর আগে এপ্রিল মাসে একটি হলোকাস্ট স্মৃতিস্তম্ভ, তিনটি সিনাগগ এবং একটি রেস্তোরাঁয় ভাঙচুরের ঘটনাও ঘটে।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী এসব কর্মকাণ্ডকে “নিন্দনীয় ও অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেছেন। প্যারিস গ্র্যান্ড মসজিদের ইনচার্জ একে ইসলামফোবিয়ার নতুন ও বিপজ্জনক ধাপ হিসেবে উল্লেখ করে জাতীয় সংহতির আহ্বান জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জাতিগত বৈষম্য ও গুপ্তচরবৃত্তিসহ একাধিক অভিযোগে মামলা করা হবে। ইতিমধ্যে ফ্রান্সে তিনজন সার্বকে অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয়েছে।



