নাইজেরিয়ার কর্তৃপক্ষ গত মাসে নাইজার অঙ্গরাজ্যের এক ক্যাথলিক বিদ্যালয় থেকে অপহৃত ১০০ শিক্ষার্থীকে উদ্ধার করেছে। দেশটির সাম্প্রতিক সময়ের অন্যতম বড় গণ-অপহরণের ঘটনায় মোট ৩১৫ জন শিক্ষার্থী ও কর্মচারীকে ২১ নভেম্বর সেন্ট মেরিজ ক্যাথলিক বোর্ডিং স্কুল থেকে বন্দুকধারীরা তুলে নিয়ে যায়।
ঘটনার পরপরই ৫০ শিক্ষার্থী পালিয়ে ফিরলেও দীর্ঘদিন ধরে বাকিদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। জাতিসংঘের একটি সূত্র জানায়, উদ্ধার হওয়া ১০০ শিশুকে রাজধানী আবুজায় নিয়ে আসা হয়েছে এবং সেগুলো সোমবার নাইজার অঙ্গরাজ্য সরকারের কাছে হস্তান্তর করা হবে।
এখনও প্রায় ১৬৫ শিক্ষার্থী ও কর্মচারীর অবস্থান অজানা। তাদের মুক্তি নিয়ে সরকার বা নিরাপত্তা বাহিনী আনুষ্ঠানিক কোনো আপডেট দেয়নি।
নাইজেরিয়ায় সাম্প্রতিক মাসগুলোতে সশস্ত্র গ্রুপের অপহরণ বেড়ে যাওয়ায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি আবারও আলোচনায় এসেছে। ২০১৪ সালে চিবক থেকে স্কুলছাত্রী অপহরণের পর এটি দেশটিতে আরেকটি বড় আকারের গণ-অপহরণের ঘটনা হিসেবে দেখা হচ্ছে।



