গতকাল বুধবার ১৮ই সেপ্টেম্বার বুয়েনস আইরেসের রাস্তায় হাজার হাজার আর্জেন্টাইন নাগরিক নেমে এসে বিক্ষোভ করেছেন। তারা সরকারি বিশ্ববিদ্যালয় ও শিশু হাসপাতালের জন্য তহবিল বৃদ্ধির দাবি জানান। রাষ্ট্রপতি জাভিয়ার মেলায়ের কঠোর আর্থিক পদক্ষেপে ক্ষতিগ্রস্ত বিভিন্ন খাতও এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেয়।

বাজেটে ব্যাপক কাটছাঁটের পর মেলায়ের জনপ্রিয়তা কমে গেছে। একই সঙ্গে দুর্নীতি কেলেঙ্কারি এবং চলতি মাসের শুরুতে বুয়েনস আইরেসের প্রাদেশিক নির্বাচনে আইনসভায় পরাজয়ের কারণে তিনি বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছেন।