জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখতে গিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভ পেট্রো গাজার গণহত্যা বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, “মানবতা কোনোভাবেই এই গণহত্যার একটি দিনও চলতে দিতে পারে না। গণহত্যাকারী নেতানিয়াহু এবং তার মিত্র ইউরোপীয় দেশসমূহ ও যুক্তরাষ্ট্রের কার্যকলাপ জাতিসংঘকে অবশ্যই প্রতিহত করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, কলম্বিয়ার ক্যারিবীয় অঞ্চলে নিরস্ত্র যুবকদের উপর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এদেরকে “মাদক ব্যবসায়ী” বলে দাবি করা সম্পূর্ণ মিথ্যা ও অগ্রহণযোগ্য।
তার মতে, গাজা এবং কলম্বিয়ার এ ধরনের ঘটনা একে অপরের সঙ্গে সংযুক্ত। তিনি বলেন, অভিবাসনকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর “কালো-সাদা বৈষম্য” এবং “শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সমাজের” ভ্রান্ত ধারণা থেকেই এই ধরনের সহিংসতা ও দমননীতি চালানো হচ্ছে।